Skip to content

যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য বড় ধাক্কা

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম Fox News–এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কেন এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র?

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যেসব দেশের অভিবাসীরা সরকারি সহায়তা, সামাজিক সুরক্ষা ও ওয়েলফেয়ার সুবিধার ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাদের প্রবেশ সীমিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে পাঠিয়েছে।

কী বলা হয়েছে নির্দেশনায়?

নির্দেশনায় উল্লেখ করা হয়—

  • বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা করা হবে 
  • এই পর্যালোচনা চলাকালীন সময় পর্যন্ত 
  • নির্ধারিত ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন,

“পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদানের প্রক্রিয়া নতুন করে খতিয়ে দেখছে। আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ রাখা হবে।”

তিনি আরও বলেন,

“যতদিন না কল্যাণ ভাতা ও সরকারি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন সম্পন্ন হচ্ছে, ততদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে।”

কতদিন ভিসা স্থগিত থাকবে?

নথিতে স্থগিতাদেশের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে বিদ্যমান আইনের আওতায় কনস্যুলার কর্মকর্তাদের ভিসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কেন আলোচনায়?

চলতি বছরের ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social–এ একটি তালিকা প্রকাশ করেন।

‘Immigrant Welfare Recipient Rates by Country of Origin’ শীর্ষক ওই তালিকায়—

  • যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮% 
  • সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে 
  • তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম 

দক্ষিণ এশিয়া থেকে তালিকায় আরও ছিল—
ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল
তবে ভারত ও শ্রীলঙ্কার নাম তালিকায় ছিল না।

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় থাকা দেশগুলো

Fox News–এর প্রকাশিত নথি অনুযায়ী, পূর্ণ তালিকায় রয়েছে—

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, কিউবা, কঙ্গো, মিশর, ইরান, ইরাক, হাইতি, নেপাল, পাকিস্তান, নাইজেরিয়া, রাশিয়া, সিরিয়া, সুদান, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান, ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ।

কেন এই খবর গুরুত্বপূর্ণ?

এই সিদ্ধান্তের ফলে—

  • নতুন ভিসা আবেদনকারীরা বড় অনিশ্চয়তায় পড়বেন 
  • অভিবাসন, শিক্ষার্থী ও ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে 
  • দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর এর বড় প্রভাব পড়বে 

সূত্র: Fox News
আপডেট: জানুয়ারি ২০২6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *