Skip to content

বৈধ হওয়ার সুযোগ দিল মালদ্বীপ: মানতে হবে ৮টি গুরুত্বপূর্ণ শর্ত

ঢাকা: মালদ্বীপ সরকার নতুন লিগ্যালাইজেশন প্রোগ্রাম চালু করেছে, যার মাধ্যমে দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ চলবে ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত। রোববার (১১ জানুয়ারি) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক আনুষ্ঠানিক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

মালদ্বীপ লিগ্যালাইজেশন প্রোগ্রাম ২০২6: কী জানা জরুরি

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সময়সীমার মধ্যে মালদ্বীপে অবস্থানরত আনডকুমেন্টেড (অবৈধ) কর্মীরা এই কর্মসূচির আওতায় বৈধ হতে পারবেন। তবে এজন্য অবশ্যই ৮টি নির্ধারিত শর্ত মানতে হবে।

 

মালদ্বীপে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার ৮ শর্ত

  1. যেসব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই, তারা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন।

  2. আবেদনকারী কোনো ফৌজদারি অপরাধে ব্ল্যাকলিস্টেড হতে পারবেন না।

  3. আবেদনকারীকে অবশ্যই বর্তমানে মালদ্বীপে অবস্থানরত থাকতে হবে।

  4. যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে আগে ওয়ার্ক পারমিট ছিল, সেই প্রতিষ্ঠানে পুনরায় বৈধ হওয়া যাবে না।

  5. এই লিগ্যালাইজেশন সুবিধা একজন কর্মী জীবনে মাত্র একবারই নিতে পারবেন।

  6. যারা ৩১ ডিসেম্বরের আগে ‘মিসিং রিপোর্ট’ হয়েছেন, তারাও এই সুযোগ পাবেন।

  7. বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে অবশ্যই এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এ বিষয়ে নিয়োগকর্তাদের জন্য শিগগিরই ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।

  8. যারা অপারেশন কুরাঙ্গী-এর আওতায় বায়োমেট্রিক দিয়েছেন কিন্তু বর্তমানে কোনো নিয়োগকর্তা নেই, তারা হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের ফরম পূরণ করে কাজের মাধ্যমে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন।

জব ম্যাচিংয়ের মাধ্যমে কাজ পাওয়ার সুযোগ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তীতে যেসব কোম্পানি বা নিয়োগকর্তার জনবল প্রয়োজন, তাদের কাছে আবেদনকারীদের তথ্য পাঠাবে। এর মাধ্যমে জব ম্যাচিং ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *