একটিমাত্র ভুলেই হতে পারে ভিসা রিফিউজ! আপনি কি জানেন সেই ভুলগুলো! বিদেশে ভ্রমণ, পড়াশোনা বা ব্যবসার জন্য ভিসা পাওয়া এখন অনেক প্রতিযোগিতামূলক। কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই কিছু সাধারণ ভুল করি, যেগুলোর কারণে ভিসা রিফিউজ হয়ে যায়। আপনাদের জানাচ্ছে ভিসা রিফিউজ এড়ানোর কার্যকর টিপস ও ভুলগুলো যেগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত।
১। অসম্পূর্ণ বা ভুল ডকুমেন্ট জমা দেওয়াঃ প্রতিটি ভিসা ক্যাটাগরির আলাদা ডকুমেন্টের প্রয়োজন হয়। অনুপযুক্ত বা ভুল কাগজপত্র দিলে আবেদন সরাসরি রিফিউজ হতে পারে।
২️। মিথ্যা তথ্য বা ভুয়া ডকুমেন্ট প্রদান করাঃ ভিসা অফিসাররা খুব সহজেই তথ্য যাচাই করে ফেলেন। ভুল বা মিথ্যা তথ্য দিলে তা শুধু রিফিউজ নয়, ভবিষ্যতের ভিসা সুযোগও নষ্ট করে দিতে পারে।
৩️। আর্থিক সক্ষমতার প্রমাণ না থাকাঃ বেশিরভাগ ভিসা রিফিউজের মূল কারণই হলো পর্যাপ্ত ফান্ড বা ব্যাংক সাপোর্ট না থাকা। আবেদন করার আগে ব্যাংক স্টেটমেন্ট ও ইনকাম প্রমাণ যথাযথভাবে প্রস্তুত রাখুন।
৪️। ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট না করাঃ “কেন যাচ্ছেন, কতদিন থাকবেন, ফেরার পরিকল্পনা কী” এসব স্পষ্টভাবে ব্যাখ্যা না করলে অফিসার মনে করেন আপনি রিটার্ন করবেন না।
৫️। আগের ভিসা রিফিউজের কারণ না বোঝাঃ একবার রিফিউজ মানেই শেষ নয়, তবে আগের রিফিউজের কারণ বিশ্লেষণ না করে পুনরায় আবেদন করলে একই ফলাফলই পাবেন।
৬। ট্রাভেল হিস্ট্রি ঠিকমত রিপ্রেজেন্ট না করা।
৭। ল্যাক অফ সোশ্যাল টাইস ফর হোম কান্ট্রিঃ অর্থাৎ আপনি যে দেশে বসবাস করছেন সেখানে আর্থিক ও সামাজিক ভাবে সচ্ছলতার প্রমান না দেখানো।
যারা একটি রিলাক্স এবং গুছানো ট্যুরে যেতে চান অথবা ভিসা প্রসেসিং বা এয়ার টিকেট করতে চান তারা আজই যোগাযোগ করুন Ab Travel Group