জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয়বারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত ৩১ ডিসেম্বরের পরিবর্তে এখন করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হকের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এর আগেও এক দফায় সময় বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। যদিও আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ সময়।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বাড়তি সুযোগ দিতে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি এ বছর প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের প্রস্তুতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, সময় বাড়ানো হবে কি না তা তখনই নিশ্চিত করা যাচ্ছিল না। তিনি উল্লেখ করেন, যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তাই সরকার চাইলে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখেরও বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। উল্লেখ্য, গত আগস্ট মাসে এনবিআর সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে।
Watch the full video for more information
Contact With CM Aminul Bahar
Our Office